English, Hindi, Kannada, Malayalam, Telugu অতিমারির সর্বনাশা দ্বিতীয় ঢেউ ইতিমধ্যে হাজার হাজার প্রাণ কেড়ে নিয়েছে। লক্ষ-লক্ষ মানুষ কোভিডের ফলস্বরূপ অন্যান্য নানান ব্যধিতে ভুগছেন। গতবছরের লকডাউনে প্রায় ১ কোটি মানুষ কর্মহীন হয়েছে, সেই সংখ্যা দ্বিতীয় ঢেঊয়ে আরও বাড়বে এমনই আশঙ্খা রয়েছে।এক অদৃশ্য জরুরী অবস্থা নিঃশব্দে তার শক্তি অর্জন করে ভবিষ্যতে দরিদ্র…